পুরান ভারেঙ্গা ইউনিয়ন পরিষদ পাবনা জেলার বেড়া উপজেলায় অবস্থিত। পুরান ভারেঙ্গা ইউনিয়ন পরিষদ কার্যালয় পুরান ভারেঙ্গা ইউনিয়নের মোট ৯টি ওয়ার্ড ও ২৭ বর্গ কিঃ মিঃ আয়তনের এই ইউনিয়ন অবস্থিত। এটি একটি পাকা একতালা দালান ঘর। এটিতে তিনটি কক্ষ, একটি ভূমি অফিস আছে। অফিস প্রধান হলেন চেয়ারম্যান। প্রতিদিন সকাল ৯ (নয়) ঘটিকা হতে বিকাল ৫ (পাঁচ) ঘটিকা পর্যন্ত অফিসের কার্যক্রম চলে। তবে শুক্রবার ও শনিবার ছুটির দিনগুলিতে সালিশি কার্যক্রম চলে। প্রতি সরকারি কর্মদিবসে ইউনিয়ন পরিষদের স্বাভাবিক কাজকর্ম চলে। পুরান ভারেঙ্গা ইউনিয়ন পরিষদ কার্যালয়ের পশ্চিমে নগরবাড়ী/কাশিনাথপুর মহাসড়ক, দক্ষিনে ঢালারচর ইউনিয়ন উত্তরে নতুন ভারেঙ্গা ইউনিয়ন। অত্র পুরান ভারেঙ্গা ইউনিয়নের পূর্বদিক দিক দিয়ে যমুনা নদী প্রবাহিত।
· একনজরে ইউনিয়নের বিভিন্ন তথ্য
· আয়তনঃ ২৭ বর্গ কিঃ মিঃ
· জনসংখ্যা নারী/পুরুষঃ নারীঃ ৬,৮৭৪
পুরুষঃ ৬,৪২৫
মোটঃ ১৩,২৯৯
ঘনত্বঃ ১১১৬.২৬ জন প্রতি বর্গ কিঃমিঃ
· খানাঃ ৮২৫৩
· ভোটার সংখ্যাঃ ৮,৫০০ জন
· নির্বাচর্নী এলাকাঃ পাবনা-২, পাবনা।
· থানাঃ বেড়া
· গ্রামঃ ১৯
· মৌজাঃ ২৩ টি।
· হাসপাতাল/কমিউনিটি ক্লিনিকঃ এফ,ডব্লিউ,সি ০১, কমিনিটি ক্লিনিক ০৬, ডায়াবেটিক
হাসপাতাল ০১ টি, বে-সরকারী ক্লিনিক ০৩ টি।
· আবাদী জমি ও অনাবাদি জমিঃ আবাদী ২৮৫৩ হেক্টর ও অনাবাদী ১৪৯ হেক্টর।
· উচু ভূমিঃ ৪৬৮ হেক্টর
· মাঝারী উচুঃ ৯৯৫ হেক্টর
· মাঝারী নিচুঃ ৯৭৫ হেক্টর
· নিচু ভূমিঃ ৪০৫ হেক্টর
· স্বাস্থ্য কেন্দ্রঃ ০১
· পোষ্ট অফিসঃ ০১ টি
· নদ-নদীঃ ০১টি
· খেয়াঘাট/ নৌঘাটঃ নাই
· দর্শনীয় স্থানঃ নদী বন্দর।
· শিক্ষার হারঃ ৩৭ %
· স্বাস্থ্য-কৃষিঃ ভাল
· দূর্যোগ প্রবণ এলাকা কিনাঃ অধিকাংশ
· হাট-বাজারঃ ০২টি
· ব্যাংকঃ ২ টি অগ্রণী ব্যাংক, রুপালী ব্যাংক,
· পাকা রাস্তা/কাঁচা রাস্তাঃ পাকা রাস্তা ৩ কিঃমিঃ ও কাঁচা রাস্তা ২২ কিঃমিঃ
· এনজিওঃ ৭ টি
· আবসন/আশ্রয়নঃ নাই
· ইউনিয়নের মানচিত্রঃ
· উল্লেখ যোগ্যস্থানঃ চরাঞ্চল, নদী বন্দর ও মেরিন একাডেমি
স্কুল-১০ টি, কলেজ-নাই, মাদ্রাসা-০৩টি, এতিমখানা- নাই
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস